স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হামানকর্দির ব্যবসায়ী স্বপন কুমার ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে।
৩০শে ডিসেম্বর বুধবার ঘোষবাড়ীতে সনাতনধর্মীয় রীতিনীতি অনুযায়ী এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জানা যায়,মৃত স্বপন কুমার ঘোষ দীর্ঘদিন সুনামেরসহিত হামানকর্দিতে মিষ্টি ব্যবসায়ী ছিলেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী ঝর্ণা রানী ঘোষ ও ২ সন্তানসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে যান।স্বপন কুমার ঘোষের জৈষ্ঠ পুত্র দীপ্ত ঘোষ জানান, আমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।
তিনি চলতি ২০২০ সালের ১৮ই ডিসেম্বর ইহলোকের মায়া ত্যাগ করে স্বর্গবাসী হন।
এদিকে ব্যবসায়ী স্বপন কুমার ঘোষের শ্রাদ্ধানুষ্ঠানে চাঁদপুর জেলা শারাদাঞ্জলি ফোরামের প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সভাপতি রিপন কুমার সাহা,রাইজিংবিডির চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়,দৈনিক বর্তমান এর জেলা প্রতিনিধি প্রান কৃষ্ণ দাস,দৈনিক দেশজগত পত্রিকার জেলা প্রতিনিধি সজল চন্দ্র দাস,জেলা শারদাঞ্জলি ফোরামের সাংগঠনিক সম্পাদক সুজিত দেবনাথ,সহ-সাংগঠনিক সম্পাদক পংকজ চন্দ্র দাস,কোষাধ্যক্ষ অমিত কর,ধর্ম বিষয়ক সম্পাদক দিপংকর চক্রবর্ত্তী,জেলা মাতৃশক্তি ফোরামের সভাপতি প্রীতিকা প্রীতি,প্রধান সমন্বয়ক দিয়া দাস দিপ্তী,সহ-সাংগঠনিক সম্পাদক মহিমা হাওলাদার প্রমুখ।
Facebook Comments