স্টাফ রিপোর্টার : অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হাজীগঞ্জ প্রেসক্লাবকে ৬০ টি কম্বল দিলেন ইউএনও বৈশাখী বড়ুয়া।
বুধবার ৬ জানুয়ারি ২১ খ্রী. অসহায় শীতার্তদের মাঝে বিতরনের জন্য ৬০ টি কম্বল হাজীগঞ্জ প্রেসক্লাবের কর্মকর্তাদের হাতে তুলে দেন। তিনি সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের হাতে এ কম্বলগুলো তুলে দেন।
এ সময় তিনি বলেন, সাংবাদিকরা অসহায়দের তথ্যচিত্র তুলে ধরে সমাজকে আলোকিত করেন। সাংবাদিকরা নিজেরা কিছু অসহায় মানুষ খুঁজে বের করার পাশাপাশি একটা কম্বল দিয়ে তাদের পাশে দাঁড়াতে আমাদের প্রশাসনের সামান্য প্রয়াস। আমরা অসহায়দের পাশে আছি। থাকব।
এসময় হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।