মো. মজিবুর রহমান রনি, হাজীগঞ্জ : চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন বাচ্চু তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান ও শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলকালে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মহন, সাবেক সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জমান মনির, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, সাবেক আহবায়ক আবুল বাশার।
এর আগে বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ মেয়র পার্কে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় মনোনয়ন ফরমটি প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন বাচ্চুর হাতে তুলে দেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।