সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জের পাতানিশ বাজারে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকানিরা দাবি করে।
হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি, ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী রাসেল পাটোয়ারী, ৫নং সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, পাতাশিন পশ্চিম বাজারের ইয়াছিন আরাফাতের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
এতে মুহূর্তের মধ্যে পাশের সুমাইয়া টেলিম, সুলতান মজুমদার ও সোহেল আলমের দোকানের মালামাল পুড়ে যায়। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা চেষ্টা চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।
পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উপজেলা পরিষদ এবং স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির পক্ষ্য থেকে সাধ্যমত সহযোগীতা করা হবে।