সাইফুল ইসলাম সিফাত : ট্রাফিক ইন্সপেক্টর তালুকদার আল মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার করোনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে। সে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তালুকদার আল মামুন করোনা দুর্যোগ কালীন সময় হাজীগঞ্জ বাজার, বাকিলা বাজার, বলাখাল বাজার, আলীগঞ্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সামাজিক দুরত্ব ও সড়কের শৃঙ্খলা ফিরাতে দায়িত্ব পালন করে আসছেন। জেলা ট্রাফিক বিভাগের চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিত তালুকদার আল মামুন।
চাঁদপুর জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-প্রশাসন) এস কে সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, টিআই তালুকদার আল মামুন বাসায় আইসোলেশন রয়েছে। তার শারীরিক অবস্থা এখন ভালো ।