স্টাফ রিপোর্টার : বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে হাজীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে মিছিল মধ্যবাজারে আসলে হাজীগঞ্জ থানা পুলিশ এতে বাধা দেয়। তারই জের ধরে কর্তব্যরত পুলিশের এস আই ইউনুসের উপর হামলা চালায়। ওই ঘটনায় থানার উপ-পরিদর্শ (এসআই) ইউনুছ মিয়াসহ দুই জন গুরুতর আহত হয়।
পরে পুলিশের উপর হামলার প্রতিবাদে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিছিলটি বাজারের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন শেষে হাজীগঞ্জ প্লাজার সম্মূখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহজালাল রুবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবন, শরীফ মোল্লা, ফয়সাল বলি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ ওয়াজেদ তাজ, প্রচার সম্পাদক ফরহাদ আলিফ, পৌর ছাত্রলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম রাকিব, ছাত্রলীগ নেতা সাগর আহমেদ, ববি আহমেদ, কাজী রাজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।