নিজস্ব প্রতিনিধি : আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে সাংবাদিক মোঃ মাহবুব আলম মনোনয়ন সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাসেমের কাছ থেকে প্রার্থীর ছোট ভাই মোঃ মাহফুজ আলম বাচ্চু উক্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা যায়, উপজেলার বিশিষ্ট সাংবাদিক মোঃ মাহবুব আলম শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়েছেন। তারই ধারাবাহিকতায় তিনি এবারের পৌর নির্বাচনে অংশগ্রহণ করছেন। বর্তমানে তিনি সৌদি আরবের মদিনায় কর্মরত রয়েছেন। আগামী শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।
এ প্রতিবেদকের সাথে যোগাযোগকালে তিনি মুঠোফোনে জানান, দীর্ঘদিন এলাকার মানুষের পাশে তাদের সুখে দুঃখের অংশীদার ছিলাম। আমি গত নির্বাচনে অংশ নিয়েছিলাম। পেশাগত প্রয়োজনে স্বল্প সময়ের জন্য প্রবাসে গিয়েছি। এলাকার ভোটারদের অনুরোধে আবারো নির্বাচনে অংশ নিচ্ছি।