মো. মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে ভ্রাম্যমাণ আদালতে অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) শাহরাস্তি পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযুক্তদের বিরুদ্ধে এ দণ্ড প্রদান করা হয় ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস নির্দেশনা এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার তত্ত্বাবধানে চলমান পৌর নির্বাচন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঞ্জুরুল মোর্শেদ।
আচরণবিধি না মানায় ২ টি মামলায় ২ জনকে পৌরসভা নির্বাচন আচরন বিধিমালা, ২০১৫ অনুসারে অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা যায় নির্বাচন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় এধরনের আমার আদালত অব্যাহত থাকবে।
Facebook Comments