মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চাপায় এক এতিম প্রতিবন্ধী শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় (২১-জানুয়ারি) উপজেলার সুচিপাড়া উত্তর ইউপির নূরানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু পরিবার ও স্থানীয়রা জানায়,ওই গ্রামের তফাদার বাড়ির মৃত বিল্লাল হোসেনের প্রতিবন্ধী শিশু পুত্র সাদেক হোসেন (৭) মাদ্রাসা সংলগ্ন রাস্তায় হাঁটা চলা করছিল । ওই সময় বেপারওয়া একটি সিএনজি এসে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সিএনজিটি আটক করে শাহরাস্তি থানা পুলিশকে সংবাদ দেয়।
পরে পুলিশের দায়িত্বশীল অফিসার ও সঙ্গীয় ফোর্স এসে সিএনজি জব্দ করে। শিশুর মৃত্যু সংবাদ পেয়ে স্বামীহারা মা সন্তানের জন্য বুক ফেটে বিলাপ করছে। স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments