মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে করোনা উপসর্গে এক সপ্রাবির প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে, ইন্নালিল্লাহি …..রাজিউন)।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার উনকিলা মুন্সি বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়,উপজেলার রায়শ্রী সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ ফখরুল ইসলাম গত কয়দিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন।
নিহত শিক্ষক ফখরুল ওই গ্রামের মৃত এছাক মিয়ার পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলেসহ আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হ
ঠাৎ করে এই নম্র ভদ্র বিনয়ী শিক্ষকের প্রয়াণে উপজেলা সপ্রাবির শিক্ষক সমিতির সভাপতি সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব ও সাধারণ সম্পাদক জেলা শিক্ষক সমিতির নেতা প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম গভীর শোক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে ওই দিন স্বাস্থ্যবিধি মেনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
এদিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতিক সেন, করোনা উপসর্গে মৃত শিক্ষক ফখরুলের মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেন।