সজীব খান : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের জনসাধারনের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এলজিএসপি-৩ এর অর্থায়নে ইউনিয়নের অসহায়, দুস্থ্যদের মাঝে (মাস্ক, ব্লিচিং পাউডার ও সাবান বিতরন করা হয়েছে।
শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে ইউপি সচিব ফজলুল হক গাজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ইউএনও সানজিদা শাহনাজ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য নাজির হোসেন, মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম প্রমুখ।
এ সময় ইউপি সদস্য আবু সাঈদ হাওলাদার, মনিরুজ্জামান পাটওয়ারী, শফিক কারী, মোস্তফা খান, কামাল হাজী, মোক্তার হোসেন, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন খোকা, সংরক্ষিত মহিলা সদস্য বিলকিস বেগম, পারুল আক্তার, ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটার কাম হিসাব সহকারী আবুল হোসেন।
অনুষ্ঠানে শেষে ইউনিয়নের প্রতিবন্ধীাদের মাঝে নতুন ভাতার বই, অসহায় ও দুস্থ্যদের মাঝে কম্বল বিতরন, বিধবা বয়স্কদের মাঝে ভাতার বিতরন করেন। এছাড়া ও ইউনিয়নের ডিজিটাল সেন্টার, ভূমি অফিস পরিদর্শন করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান পাটওয়ারী।