স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ঐতিহ্যবাহী ক্লাব রোটারেক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর পক্ষ থেকে পুরান বাজারের ঐতিহ্যবাহী জামিয়া আরিবিয়া এমদাদিয়া মাদরাসায় নিষ্পাপ ও ফুলের মত ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ ঝিল এবং ম্যাট বিতরণ করা হয়েছে।
১৪ই জানুয়ারি বৃৃৃহস্পতিবার সকালে এগুলো উপহার হিসেবে বিতরণ করা হয়।
এসময় সমগ্র মুসলমানদের সুস্থতা এবং মৃত ব্যাক্তিদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, সেন্ট্রাল গার্ডেন রোঃ আই. পিপি. দীন মোহাম্মদ,সভাপতি রোঃ মোঃ নাজমুল ইসলাম রাঁজ, সচিব রোঃ সামিউল প্রধান, ট্রেজার রোঃ তানিয়া আক্তার আখি, ক্লাব সার্ভিস ডিরেক্টর পাপিয়া শেশী,রোঃ রাকিব পাটওয়ারী,রোঃ আল-আমীন সানী এবং গার্ডেন পরিবারের আরো অনান্য সদস্যবৃন্দ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
জানা যায়, সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর ক্লাবের ২০ বছর পূর্তিতে আগামী ১২ই ফেব্রুয়ারী অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে। তাই সংগঠনের নেতৃবৃন্দ সবার কাছে দোয়া চাইতে এই আয়োজন করেছে।
Facebook Comments