সজীব খান : আর্ত মানবতার সেবায় আঙ্গীকার বন্ধ এই শ্লোগানে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের আদর্শ যুব সমাজের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আদর্শ যুব সমাজের সহ-সভাপতি আনোয়ার খান শাহীনের সভাপতিত্বে সাধারন সম্পাদক গাজী মোঃ মহসিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, সমাজ সেবক মোঃ মমিন খান প্রমুখ।
এ সময় যুগ্ম সাধারন সম্পাদক মোঃ গাফ্ফার হোসেন গাজী, প্রচার সম্পাদক মোঃ আরিফ খান, সম্মানীত সদস্য মোঃ রাশেদ মিজি, ডাঃ মানিক চন্দ্র সরকার, আরিফ খান, হাবিব মজুমদার, মোঃ মানির হোসেন বেপারী, শাহদাৎ হোসেন গাজী, হাবিব মজুমদারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।