সজীব খান : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ অর্থায়নে স্কুল ব্যাগ ও পানি বিশুদ্ধকরন ফিল্ডার এবং অসহায় দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় রামপুর ইউনিয়ন পরিষদে হলরুমে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
অনুষ্ঠানে রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল কালাম পাটওয়ারী, ইউপি সচিব রাকিবুল হাসান খান, ওয়ার্ড সদস্য লিপি বেগম, মাসুদা বেগম, আনোয়ারা বেগম, ফখরুল ইসলাম পাটওয়ারী, আবু সাঈদ বেপারী, আব্দুল বারেক মোল্লা, হাফেজ আবু তাহের, আব্দুল খালেক খান, মমিন উদ্দিন আহমেদ পাটওয়ারী, রিপন পাটওয়ারী, বিশু মজুমদার, ছাত্রলীগ নেতা আলী হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পূর্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদশন করেন। পরে তিনি রামপুরের প্রচীনতম মসজিদ পরির্দশন করেন।