সাইদ হোসেন অপু চৌধুরী : আমীর-ফকির, ধনী-গরীব, মুটে-মজুর, রাজা-প্রজা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়েই আমাদের সমাজ। এর মধ্যে কেউ শাসক কেউ শোষক। কেউ ভোগ করছে কেউ ত্যাগ করছে। কেউ নিরবে নিঃভৃতে সমাজ বা দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টায় রত, কেউ বা আবার ভুতের মত পিছনে টানছে।
এর মধ্য দিয়েই এগিয়ে চলেছে এই সমাজ ও দেশ। তবে যে কোন পেশায় থেকে সেই ব্যক্তি সমাজ তথা দেশকে এগিয়ে নিতে পারেন, যদি কিনা তাঁর হৃদয়ে দেশ প্রেমকে লালন করতে পারেন। আর এমনই ব্যক্তিত্ব চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আকলিমা শিউলি। যিনি সমাজ বিনির্মাণে আলোকবর্তিকার মত কাজ করে যাচ্ছেন নিরবে নিঃভৃতে।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আকলিমা শিউলির হঠাৎ মনে ইচ্ছা জাগে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন, নিম্ন আয়ের খেটে খাওয়া অসচ্ছল, মধ্যবিত্তদের ঈদ উপহার দিবেন। যেই কথা সেই কাজ, নিরবে ফটোসেশন ছাড়াই নিজের সামর্থ্য অনুযায়ী পৌর এলাকার অর্ধ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী ও ৩০ টি পরিবারকে নগদ অর্থ প্রদান করেন তিনি।
এই মহৎ কাজের জন্য তিনি সকলের কাছে প্রশংসা অর্জন করেছেন।