সাইফুল ইসলাম সিফাত : মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন হাজীগঞ্জ পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার। ওয়ার্ড কাউন্সিলর হিসেবে করোনাত্তোর বিশেষ অবদান রাখায় দক্ষতা ও যোগ্যতার বিচারে এ এ্যাওয়ার্ড প্রদান করেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস।
তিনি চাঁদপুর জেলার মধ্যে এ এ্যাওয়ার্ড পান।
কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার এ প্রাপ্তি ৯নং ওয়ার্ডবাসীকে উৎসর্গ করেন। তিনি বলেন, এ বিজয় আমার একার নয়, ওয়ার্ডবাসী আমার পাশে আছে এবং আমি ৯নং ওয়ার্ডের জনগণের পাশে ছিলাম বলেই এ বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি।
তাই আমি ৯নং ওয়ার্ডের সর্বস্তরে মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।