রোববার (১৩ ডিসেম্বর) সকালে ইসলামাবাদ ইউনিয়নের মধ্য ইসলামাবাদ গ্রামের, ৮নং ওয়ার্ডের আশরাফ আলী মুন্সী বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকের আলোচনার বিষয়ঃ নারী স্বাস্থ্য সুরক্ষা, কোভিড ১৯, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা মুলক আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও আই সি ডি ডি আর বি কর্তৃক তৈরি কৃত সোপি ওয়াটার তৈরির নিয়মাবলী দেখানো হয় এবং তথ্যকেন্দ্রের কার্যাবলী সম্পর্কে অবহিত করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীস দাশ।
বিশেষ অতিথি ছিলেন- জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন ইউনিয়নের মেম্বারগণ।
সভাপতিত্ব করেন তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার। সার্বিক সহযোগিতা করেন তথ্যসেবা সহকারী রুনু আক্তার এবং মারজিয়া আক্তার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
তথ্যকেন্দ্রের কার্যক্রম ও সোপি ওয়াটার তৈরির নিয়মাবলী দেখান তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার। নারীর স্বাস্থ্য সুরক্ষা ও কোভিড- ১৯ নিয়ে বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন। বাল্যবিবাহ ও নারী নির্যাতন সম্পর্কে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ।