মতলব উত্তর ব্যুরো : সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সূূবর্ণজয়ন্তীকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার অঙ্গীকার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে মতলব উত্তরের ১০১নং সরদারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বিদ্যালয়ের মাঠে অনুুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল। তিনি বলেছেন, আওয়ামীলীগ সরকার প্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সুফল প্রতিটি ঘরে পৌঁছাতে কাজ চলছে। এরই অংশ হিসেবে দেশে কম্পিউটারের ব্যবহার বেড়েছে। সাবমেরিন ক্যাবলের সংযোগ গ্রহণ করায় ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। যোগাযোগ আরও সহজ হয়েছে।
তিনি আরো বলেন, একজন শিশুর শিক্ষার ভিত্তি গড়ে উঠে পরিবার থেকে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে শিশুকে আলোকিত ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারিবারিক শিক্ষার কোন বিকল্প নেই।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে ও সহকারী জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।
আরো বক্তব্য রাখেন, সাংবাদিক শাসুজ্জামান ডলার, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন গাজী, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজনু দেওয়ান, সরদারকান্দি সপ্রাবি প্রধান শিক্ষক মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল হাই প্রধান, মুখলেছুর রহমনান প্রধান, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জমশেদ বেপারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আ. ছাত্তার, সদস্য শাহ আলম বেপারী’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।