নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার একুশে ফেব্রুয়ারি সকাল ১০টায় শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ভাষা শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ জয়নাল আবদীন।
তিনি তার বক্তব্যে বলেন, বায়ান্নের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি প্রতিবাদী হয়ে ওঠে। পরবর্তীতে আমাদের দেশে ভিনদেশী হানাদার বাহিনী এদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রেই সফল হতে পারেনি। তাই এদেশের স্বাধীনতা সহ সকল বিযয়ের পিছনে ভাষা শহীদদের অবদান রয়েছে। আগামীতে ভাষা শহীদদের চেতনায় উজ্জীবিত হয়ে সকল অন্যায় অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি ভাষা দিবসের এই দিনে সরকারের প্রতি রাষ্ট্রীয় সকল পর্যায়ে বাংলা ভাষা চর্চার আহবানের জানান।
সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ, সাধারন সম্পাদক এইচ এম নিজাম উদ্দিন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন।
সদর উপজেলা যুব আন্দোলনের সাধারন সম্পাদক শেখ মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় অারো বক্তব্য রাখেন সদর উপজেলা যুব আন্দোলনের সহ সভাপতি মোঃ রুহুল আমিন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি কামরুল ইসলাম, সদর উপজেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন,১নং বিষ্ণুপুর ইউনিয়ন যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
Facebook Comments