নিজস্ব প্রতিনিধি : মানবতার সেবায় গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোমিয়েশন (বিসিপিএ)।
গত ৫ জানুয়ারি সকালে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার গরীব অসহায় লোকদের মাঝে কুমিল্লা ডিভিশনাল চ্যাপ্টা ও বাংলাদেশ ক্রপ পোটেকশন এসোসিয়শনের সার্বিক পরিচালনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ব্লেসিং এগ্রোভেট ইন্ড্রাষ্টিজের লিমিটেডের এরিয়া এক্সিকিউটিভ ও বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোমিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম আসাদের উপস্থাপনায় বক্তব্য রাখেন মো. নুরুল আমিন লিংকন, বাংলাদেশ এগ্রিকালচার ইন্ড্রাষ্টিজের আরএমএম মো. জাহাঙ্গীর আলম ভ্যালেন্টটেক লিমিটেডের এএসএম মো. মাহাতাব উদ্দিন, মো. হামিদুল ইসলাম, মো. হীরামিয়া, রুবেল মিয়া, আনিসুল ইসলাম, এমদাদুল হক মিলন, পিয়াস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য আমির আলী বিল্লাল নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।