স্টাফ রিপোর্টার : দেশের সকল কিন্ডারগার্টেন স্কুলগুলোকে মূলধারায় রাখার লক্ষ্যে দেশের বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
মর্ডান শিশু একাডেমি চাঁদপুর সদর’র প্রতিষ্ঠাতা ও পরিচালক ওমর ফারুককে সভাপতি এবং গ্রামীণ ইন্টারন্যাশনাল স্কুল হাজীগঞ্জ’র প্রতিষ্ঠাতা ও পরিচালক এস বি সবুজ ভদ্রকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির চুড়ান্ত অনুমোদন দিয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার ও সাংঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান গত ২৪ জুলাই কমিটির অনুমোদন দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সহকারী শিক্ষা সম্পাদক মোশারেফ হোসেন।