এস. এম ইকবাল : ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সিআইপি মো. জালাল আহাম্মেদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারী শনিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ বাজারের ওয়ানস্টার হোটেলের ৩য় তলায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো.ফারুক হোসেনের সভাপতিত্বে সাধারন সম্পাধক মো. মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সিআইপি জালাল আহাম্মেদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জালাল আহাম্মেদ বলেন, আমি ফরিদগঞ্জের সন্তান হিসেবে এখানের মাটির সাথে আমার নাঢ়ির সম্পর্ক রয়েছে।
তিনি আরো বলেন, অতীতে যেমনি ভাবে সাধারন মানুষের পাশে ছিলাম, এ ধারা অব্যাহত রাখতে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাজার কমিটির সহ- সভাপতি আলী হায়দার পাঠান টিপু, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সদস্য সালাম মিজি, আতিক উল্লা, আনিছুর রহমান, মোস্তফা হাজী প্রমূখ।