এস, এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি প্রয়াত আমির হোসেন খান এর সহধর্মিনী মঞ্জুমা হোসেন।
১২ নভেম্বর (মঙ্গলবার) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে নব নির্বাচিত সদস্য বৃন্দের উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। সদ্য নির্বাচিত ৯ জন সদস্যের মধ্যে ৫ জন সদস্য উক্ত নির্বাচনে অংশ গ্রহন করেন ।
উপস্থিত সদস্যদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে মঞ্জুমা হোসেনকে সভাপতি নির্বাচিত করা হয়।
নির্বাচনটি সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিনের নেতৃত্বে ১০ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার শাহাদাত হোসেন।