এস. এম ইকবাল : জনগণের সুরক্ষার কথা চিন্তা করে ভিজিএফ এর চাল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো. মাহফুজুল হক। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘরে ঘরে পৌঁছে দিয়ে ইতিমধ্যে তিনি সর্ব মহলে প্রশংসিত হচ্ছেন ।
১৯ জুলাই (রবিবার) পৌরসভার ৮নং ওয়ার্ডে তিনি এসব চাল বিতরণ করেন। এ সময় কাউন্সিলর জাকির হোসেন গাজী, পৌর ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রহিম পাটওয়ারী, সাধারন নান্নু গাজী, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদ হোসেন, সাধারন সম্পাদক মহিউদ্দিন রিমন, মেঘনাপাড় মুক্ত স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র মাহফুজুল হক বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আমরা জনগনকে পৌরসভা মূখী না করে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। করোনার ভাইরাস সংক্রমণের শুরু থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, নগদ অর্থ বিতরনসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছি।
তিনি আরও বলেন, গত ৪ বছরে পৌরসভার সকল ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে পৌরসভার সকল নাগরিকের সহযোগিতা ও দোয়া চাই।