এস. এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত নারী নির্যাতন বিরোধী ১৬ দিন ব্যাপী (অরেঞ্জ ক্যাম্পেইন) উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর ( বুধবার) সকালে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে ও ইএলজির (ডিএফ) মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ- সচিব মোহাম্মদ শওকত ওসমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহাদাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা বেগম, সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাও. শরাফত উল্যা।
এর পূর্বে নারী নির্যাতন বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।