নিজস্ব প্রতিনিধি : নারায়ণপুর প্রেসক্লাবের ২০২১ সালের নতুন কার্যকরি পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি গঠনকল্পে গত ২৫ ডিসেম্বর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল সদস্যের সিদ্ধান্ত মোতাবেক ২০২১ সালের কার্যকরি কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচন ও ২ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
তফসিল অনুযায়ী সভাপতি পদে এ এ বিল্লাল, সিনিয়র সহ-সভাপতি পদে মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক পদে এম রেজওয়ান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম সফিউল আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক পদে মিঞা মো. মামুন, কোষাধ্যক্ষ পদে মোস্তফা কামাল এবং সদস্য পদে আফিস ইকবাল ডন মনোয়নপত্র সংগ্রহ করেন।
উক্ত পদে একাধিক প্রার্থী না থাকায় গত ১৫ জানুয়ারী ভোট গ্রহণের দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী মুকুল (জিতু) মিঞা ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
উল্লেখ্য উক্ত কমিটি প্রেসক্লাবের ২০২১ সালের কার্যকরি পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।