মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ সেপ্টেম্বর বিকেলে উপজেলার কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবর।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার।
নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের বিদায়ী আহ্বায়ক শাহআলম পাটোয়ারীর সভাপতিত্বে এবং মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলেকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন প্রধান, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ মজুমদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, মো. গোলাম মোস্তফা, আতাউর রহমান ভিপি, শেখ ফজলুর করিম সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জহির সরকারের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের স্বস্ব (সভাপতি ও সাধারণ সম্পাদক) পদে প্রার্থীতা ঘোষনা করেন প্রার্থীরা। সভাপতি পদে মো. জয়নাল আবেদিন হাজারী, সাইফুল ইসলাম, কামরুজ্জামান কাকন, গিয়াসউদ্দিন মজুমদার এবং মো. ইউসুফ মিয়া প্রার্থীতা ঘোষনা করেন। সাধারণ সম্পাদক পদে মো. রাসেল প্রধান, জাহিদ খান বাবু, তোফায়েল আহমেদ তপু, মো. রিপন প্রধান এবং মিঞা মোঃ টুটুল প্রার্থীতা ঘোষনা করেন।