মোজাম্মেল প্রধান হাসিব : “চলো যুক্তিতে দেই মুক্তির শ্লোগান চলো গাই তারুন্যের জয়গান ” এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণপুর ডিগ্রি কলেজ এবং ঘিলাতলী ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ও বিতর্ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জানুয়ারি সকাল ১০ টায় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বিতার্কিক হাসান মাহদির সঞ্চালনায় এবং নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের সভাপতিত্বে সেমিনারে ক্যারিয়ারের উপর শিক্ষার্থীদের সামনে বক্তব্য উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় ইসলামিক মাইক্রোফিন্যান্স ইন বাংলাদেশ বিষয়ে পিএইচডি গবেষক মো. মুহিব বুল্লাহ। বিতর্ক বিষয়ক কী-নোট এবং বিতর্কের বিভিন্ন প্রকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেট সোসাইটির সাবেক সেক্রেটারি মাহিদুল ইসলাম মাহিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কন্ঠের নিজস্ব প্রতিনিধি ও নারায়ণপুর ডিগ্রি কলেজের সহকারি গ্রন্থাগারিক মুহাম্মদ আরিফ বিল্লাহ। বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এ এ বিল্লাল, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল ইসলাম টিপু।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বিতার্কিক লিজা আক্তার, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আজিজুল্লাহ।
সেমিনারে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার এবং বিতর্ক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।