নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের দক্ষিন পাইকাস্তা ইসলামী যুব সংর্ঘের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন সম্পূর্ণ হয়েছে।
২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় দক্ষিন পাইকাস্তা ইসলামী যুব সংর্ঘের সভাপতি জাহাঙ্গীর আলম হাওলাদারের সভাপতিত্বে আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাদির মিজির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভুঁইয়া, সাধারণ সম্পাদক আলমগীর সরকার, আশিকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার,আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক সেলিম আল, যুগ্ন আহবায়ক মামুন মাল,শাহ আলম গাজী, মাহবুব আলম, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম খান, দক্ষিন পাইকাস্তা ইসলামী যুব সংঘের সাধারণ সম্পাদক লিটল মাস্টার, সহ-সভাপতি আশরাফুল আলম, ক্রীড়া সম্পাদক রুবেল প্রধানীয়া প্রমুখ।
অনুষ্ঠান শষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।