সজীব খান : তরপুরচন্ডী ইউনিয়ন আ’লীগের সভাপতি পদে ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হাসান রাসেল গাজী মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুবলীগ নেকা মোঃ মোর্শেদ আলম কবির।
গত ১৩ই নম্ভেবর জেলা আওয়ামীলীগের নেতাদের উপস্থিততে নব গঠিত তরপুরচন্ডী ইউনিয়নে ত্রি- বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদন্ধীতায় সভাপতি পদে নির্বাচিত হন মোঃ ইমাম হাসান রাসেল গাজী।মোঃ রাসেল গাজীকে তৃনমূলের নেতাদের প্রত্যাশা ও একজন সতিৎকারের দক্ষ সংগঠক বলেই সভাপতি করা হয়েছে বলে বিভিন্ন নেতা কর্মীরা মন্তব্য করেছেন।
তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ নব নির্বাচিত সভাপতি মোঃ রাসেল গাজীর যোগ্য নেতৃত্বে আরোও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তরপুরচন্ডী ইউনিয়ন যুবলীগ মোঃ মোর্শেদ আলম কবির।
এসময় তিনি নব নির্বাচত সভাপতি মোঃ রাসেল গাজীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Facebook Comments