এইচ.এম নিজাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ এর অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে যুবলীগের নেতাকর্মীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরন করা হয়।
বৃহস্পতিবার সকালে শহরের টেকনিকেল হাই স্কুল সংলগ্ন সরকারি বন বিভাগ এর সামনে সদর উপজেলা যুবলীগের আয়োজনে ইউনিয়ন নেতাকর্মীদের হাতে পাঁচ হাজার গাছের চারা তুলে দেয়া হয়েছে ।
চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু ও যুগ্ম আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম মিয়াজীর সার্বিক তত্ত্বাবধায়নে যুবলীগ নেতাকর্মীদের হাতে গাছের চারা তুলে দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল ও মোহাম্মদ আলী মাঝি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন বেপারী, আব্দুল গনি গাজী, মোঃ বাদল, মোহাম্মদ মোস্তফা মোল্লা, মোঃ মোরশেদ আলম মিয়া, জাহাঙ্গীর কবির কিশোর, সেলিম মাল, মোঃশাহজাহান মোল্লা, মোঃ রাসেল কাজী, মোঃফারুক হোসেন বেপারী,মোঃসোবাহান গাজী, সাহাবুদ্দিন,সুমন, ডালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।