সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে ফানুস উড়ানো ও আতশবাজি প্রদর্শন করা হয়েছে।
৩ জানুয়ারি রাত ১১টার পর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফানুস উড়ানো ও আতশবাজি প্রদর্শণে ছাত্রলীগের নেতৃবৃন্দসহ কয়েকশত ছাত্রলীগ কর্মীর উপস্থিততে উৎবর মূখর পরিবেশে কর্মসূচিত পালিত হয়।
উক্ত কর্সসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল মোতালেব।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী সহ জেলা, পৌর, সদর উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দসহ অংসখ্য ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।