সজীব খান : চাঁদপুর সদর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ দায়িত্ব গ্রহন করেছেন।
মঙ্গলবার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা তাকে দায়িত্ব হস্তন্তর করেন। এর আগে সোমবার নবাগত নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজকে আনুষ্ঠানিক ভাবে বরন করনে উপজেলা প্রশাসন ও সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ও সচিবগন।
সানজিদা শাহনাজ ৩৩তম বিসিএসে উত্তির্ণ হয়ে রাজবাড়ি সদরের এসিল্যান্ড যোগ দান করেন। সেখানে থেকে এক বছর বাহিরে থেকে চাঁদপুর সদরের নির্বাহী কর্মকর্তা হিসেবে মঙ্গলবার দায়িত্ব গ্রহন করেন।
সানজিদা শাহনাজ ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান, বীরমুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান, মাতা মনজুরা মজিব। সানজিদা শাহনাজ এক ভাই এক বোনের মধ্যে সে ছোট।

নবাগত নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, আমার একটাই লক্ষ্য, চাঁদপুরের সকলের সাথে সমন্বয় করে সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা। চাঁদপুরে পূর্বের ইউএনও গণ যেভাবে সকলের সাথে সুসম্পর্ক রেখে কাজ করেছেন, আমি ও সেভাবেই করবো।
এ জন্য আমি সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।