স্টাফ রিপোর্টার : চাঁদপুর মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ডাঃ এবি খানের ছেলে হেলাল খানের শয্যাপাশে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন চাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শাহমাহমুদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদুর রহমান নান্টু।
সোমবার সন্ধ্যায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুমারডুগীর খান বাড়িতে গিয়ে অসুস্থ্য আওয়ামী লীগ নেতা হেলাল খানকে তিনি দেখতে যান। এর আগে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে চাঁদপুর মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এবি খানের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগে নেতা আঃ হান্নান খান মিলন, শাহজান হাওলাদার সাজু হাওলাদার, আবু নোমান পাওয়ারী, মনির চৌধুরী, ছাত্রলীগ নেতা তম্ময় ইসলাম আনোয়ার।