অমরেশ দত্ত জয় : চাঁদপুরে “এক পাত্রে মুড়ি খাই,সাম্প্রদায়িকতার স্থান নাই” স্লোগানে মাসব্যাপী ৪র্থ মুড়ি উৎসবের ৩য় দিনও উৎসবমুখর পরিবেশে করা হয়েছে।
১৮ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় শহরের নতুনবাজারস্থ জয় জয়া এন্টারপ্রাইজে চলে এ উৎসব।
এদিনেও প্রথমে মুড়ি উৎসবের নিবেদিত প্রাণ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বি.বি. দাস ও প্রয়াত পীযূষ কান্তি রায় চৌধুরীর স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চর্যাপদ সাহিত্য একাডেমির নির্বাহী পরিচালক আজিজ লিপন।
জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় এবং চাঁদপুর ড্রামার দপ্তর সম্পাদক শংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়,দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি শ্যামল সরকার,চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি,তথ্য পরিচালক মোঃ আবদুল বারেক,শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল,প্রতিষ্ঠাতা সদস্য শৈবাল মজুমদার,জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক তাপস রায়,প্রতীভা সাংস্কৃতিক সংগঠনের নৃত্য পরিচালক ফারাবী রহমান জুয়েল প্রমুখ।