সজীব খান : স্বস্বাস্থ্য পরিদর্শকদের ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ ও স্বাস্থ্য সহকারীদের জন্য ১৩তম গ্রেড প্রদানের মাধ্যমে নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়ে কর্মবিরতি অব্যাহত রেখেছেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখা।
নভেম্বর থেকে শুরু হওয়া কর্মবিরতি রবিবার পর্যন্ত টানা ১৮ দিন তারা অব্যাহত রেখেছেন। চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন (বিএইসএএ) চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদের সদস্য দেওয়ান মাসুদুর রহমানের সভাপতিত্বে ও বিএইসএএ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জাফর আলী গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা দাবি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মনির হোসেন তালুকদার, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন গাজী, জেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, সহ সাধারন সম্পাদক বি এম রোকনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ, অর্থ সম্পাদক আল মামুন, উপজেলার সাবেক সভাপতি আলমগীর হোসেন টুটুল, সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মো: শাহ আলম প্রমুখ।