স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের সেবা সিটির পশ্চিম পাশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সমারোহ নিয়ে তালুকদার প্লাজার শুভ উদ্বোধন হয়েছে।
২৭ জানুয়ারি বুধবার বাদ আছর উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ দোয়া আয়োজন করা হয়। মিলাদ শেষে ফিতা কেটে মার্কেটের উদ্বোধন করেন আগত অতিথবিৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডভোকেট হেলাল হোসাইন, রেলওয়ে হকার্স মার্কেট কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক জাকির মৃধা, হাকিম প্লাজার ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল, হিজবুল্লাহ হোটেলের মালিক হেদায়েত উল্লা হেদু, তালুকদার প্লাজার মালিক বিল্লাল হোসেন তালুকদার, হ্যাপি ডে সুপার সপ এর স্বত্তাধিকারী মোঃ কালাম, সাইশা কম্পিউটারের স্বত্তাধিকারী কাউছার মজুমদার, ইউনি ওয়াল্ড পারভেজ খান প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন রেলওয়ে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা জাফর আহমেদ।