স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাঘাদি ইউনিয়নের ঝিলপাড় মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের বাৎসরিক সভা ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নানুপুর ঝিলপাড় মৎস্যজীবি সমবায় সমিতির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর নানুপুর ঝিলপাড় মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেন্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান।
এছাড়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সদস্য মোহাম্মদ জয়নুল আবেদীন সোহেল, আনোয়ার হোসেন আনু।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সকল জেলেরা সহ স্থানীয় এলাকাবাসী।
আলোচনা সভায় ঝিলপাড় মৎস্যজীবি সমবায় সমিতির বাৎসরিক আয় ব্যয় এবং মৎস্য চাষীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। এসময় সমিতির উদ্যোগে এলাকার হতদরিদ্র ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।