স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং এর সকল সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার রাতে চাঁদপুর মডেল থানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম কম্বল বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিং এর সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করেন। প্রতিটি পাড়া-মহল্লায় কমিউনিটি পুলিশিং এর সকল সদস্যরা রাতে টহল দেওয়ার কারনে অপরাধপ্রবণতা অনেকটা কমে এসেছে।
মাদক ইভটিজিং বাল্যবিবাহ রোদে কমিউনিটি পুলিশিং ব্যাপক ভূমিকা রেখেছে। তাদের কার্যক্রমকে গতিশীল করতে পুলিশের সার্বিক সহযোগিতা থাকবে।ইতিমধ্যে কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছিম উদ্দিন ও কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তারা।
চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের মোট ১০০ জন কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।