সাইদ হোসেন অপু চৌধুরী : সামাজিকতা ও মানবিকতার মধ্য দিয়েই এগিয়ে চলেছে এই সমাজ ও দেশ। তবে যে কোন পেশায় থেকে সেই ব্যক্তি সমাজ তথা দেশকে এগিয়ে নিতে পারেন, যদি কিনা তাঁর হৃদয়ে দেশ প্রেমকে লালন করতে পারেন। আর এমনই ব্যক্তিত্ব দৈনিক মতলবের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ডাঃ মোঃ মাসুদ হাসান।
যিনি সমাজ বিনির্মাণে আলোকবর্তিকার মত কাজ করে যাচ্ছেন নিরবে নিঃভৃতে।
২২ এপ্রিল শুক্রবার দুপুরে ব্যক্তিগত উদ্যোগে শহরের কালীবাড়ি, ছায়াবাণী মোড়, রেল স্টেশন, নতুনবাজার এলাকায় শতাধিক পাগল ও পথের শতাধিক মানুষদের খুঁজে খুঁজে তাদের মাঝে উন্নতমানের আহার তুলে দেন ডাঃ মাসুদ হাসান।
এক অনুভুতি প্রকাশ করতে গিয়ে ডাঃ মোঃ মাসুদ হাসান বলেন, আমার সামর্থ্য অনুযায়ী দেশের এমন দূর্যোগকালে কিছু করার চেষ্টা করেছি। লকডাউন’ ঘোষিত চাঁদপুরের মানুষের স্থবির জীবন ব্যবস্থা।
কাজকর্ম বন্ধ থাকায় দেখা দিয়েছে খাবারের সংকট, অনিশ্চয়তার মধ্যে কাটছে যাদের দিন। গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য সামান্য কিছু করতে পেরেছি, তাতে ভালো লাগছে। অনুভূতিটা সত্যিই অসাধারণ।’