সজীব খান : বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ শ্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পল্লীবিদ্যুতায়নের বোর্ডের চেয়ারম্যান নির্দেশকমে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তাগনের আর্থিক সহযোগিতায় আশিকাটিতে একটি গৃহনির্মন পূবক গৃহহীন পরিবারের মাঝে ঘঘ হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেনগাঁও গ্রামে অসহায় গৃহহীন মিজানুর রহমান মৃধার পরিবারের হাতে চাবি দিয়ে ঘর হস্তান্তর করা হয়।
এ সময় চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর বোর্ডের সভাপতি আলীম আজম রোজ, নির্বাহী প্রকৌশলী ইদ্রিশ আলী মিয়া, জিএম দেব কুমার মালো, ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ নুরুল হোসাইন, ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, ডেপুটি জেনারেল ম্যানেজার সাদেক মিয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানেজার মোঃ রহমতে সোবহান, সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) মোঃ ওমর ফারুক, সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মালিক মোঃ ইয়াহিয়া, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) আব্দুল্লা আল মামুন, মোঃ কামরুল হাসান, মোঃ সাখাওয়াত হোছাইন, মিফতাহ উদ্দিন, এনফোর্সমেন্ট কো-অডিনেটর এ কে আজাদ, মোঃ সেলিম আলদীন, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) মিল্টন নাইডু, ওয়ারিং পরিদর্শক সোহেল রানাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার দেবকুমার মালো জানান, বাংলাদেশ পল্লীবিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক, মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ কর্মকর্তাগানের আর্থিক সহায়তায় দরিদ্র এ পরিবারকে ঘর দেওয়া হয়। সমিতির কর্মকর্তাদের সার্বিক তত্ত্ববধায়েনে এ ঘরটি নির্মান করা হয়।
আশিকাটির অসহায় মিজানুর রহমান মৃধা চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তাদের আর্থিক সহায়তায় ঘর পেয়ে আনন্দিত। তিনি সমিতির সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান, এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং পল্লীবিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানে প্রতি তাদের পরিবার আজীবন ঋনি থাকবেন বলে জানান।
এলাকাবাসী জানান, এটি সত্যি একটি ব্যাতিক্রমধর্মী উদ্যোগ, এ ধরনের উদ্যোগে পল্লীবিদ্যুৎ সমিতির কাছে এলাকাবাসী ও ঋনি থাকবে। তারা যে ভাবে গুনগত মালামাল দিয়ে নিজেরা দায়িত্ব নিয়ে কাজ সম্পূণর্œ করেছেন, তা সত্যি প্রসংশনীয়।