নিজস্ব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী অনিক পাটোয়ারীর নির্দেশে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ এক কৃষকের ধান কেটে দিয়েছেন।
১৮ মে সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের কৃষক মো. ছিদ্দিকুর রহমান মজুমদারের ৪৫ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেয়।
এসময় ধান কাটায় অংশ নেয় ৩নং খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাবিব অর্নব, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. মাসুম , আল-আমিন বকাউল, আরিফ বকাউল, তারিকুল ইসলাম, মো. শাকিল, মো. শরিফ সরকার, শরিফ বকাউল , ফয়েসাল বকাউল, জুয়েল সরকার এবং নারায়ণপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা রাফসান প্রমুখ।