স্টাফ রিপোর্টার : কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৪-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব কাজী হুমায়ুন কবির। তিনি মেসার্স কাজী টেড্রার্সের স্বত্বাধিকারী ও চেম্বার অর্ব কমার্সের পরিচালক। এই অঞ্চলটি চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের স্ট্র্যান্ড রোড, কবি নজরুল সড়ক, মিজান চৌধুরী সড়ক, পালবাজার, বকুলতলা, জেএম সেনগুপ্ত সড়ক ও মেথা রোড নিয়ে গঠিত।
অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাবুল জানান, আমাদের অঞ্চলে প্রতিদিন রাতে ৬জন টহল সদস্য ডিউটি করেন। তাদের জন্যে বিভিন্ন মহল্লা থেকে মাসিক অনুদান ওঠানো হয়। ওই টাকা দিয়ে তাদের বেতন পরিশোধ করা হয়।
উল্লেখ্য কমিউনিটি পুলিশ অঋল -৪ সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুল হক ২৮ সেপ্টেম্বর মৃত্যু বরন করায় পদটি শূন্য হয়।তিনি ছিলেন নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবিরের ভাই।
গত ৭ জানুয়ারী চাঁদপুর সদর মডেল থানায় এক সভার মাধ্যমে তাঁকে উক্ত পদে নির্বাচিত করা হয়।