মো. রাছেল, কচুয়া : প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক সমূহে বিভিন্ন ধরণের অপারেশনের সময় সার্জনদের ‘1st Assistant’ হিসাবে রেজিষ্টার্ড চিকিৎসক ব্যতিত অন্য কারো অংশ গ্রহণ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দীন মাহমুদ গত ১৯ ডিসেম্বর (স্মারক নং উঃস্বাঃকমঃ/কচুয়া/চাঁদ/২০২০) কচুয়া উপজেলার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদককে এক পত্র প্রেরণ করেন।
এ পত্রে উল্লেখ করা হয়, উপজেলার প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে বিভিন্ন ধরণের অপারেশন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর মহাখালি, ঢাকা-১২১২ এর পরিচালক মর্মে নির্দেশ প্রদান করেছেন যে, অপারেশনের সময় সার্জনের সাথে ‘1st Assistant’ হিসাবে রেজিষ্টার্ড চিকিৎসক অংশ গ্রহণ ব্যতিত নার্স, এসএসিএমও, ওটি বয়, ওয়াড বয়, আয়া বা অন্য কেহ অংশ গ্রহণ করতে পারবে না।