মো. রাছেল, কচুয়া : কচুয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে নবী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় অধিবাসীরা জানায়, উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বড়পাঁড়া গ্রামের মজুমদার বাড়ির অধিবাসী আব্দুল রব এর পুত্র নবী হোসেন একই বাড়ির মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রীকে বুধবার দুপুরে গৃহে একা পেয়ে তাঁর মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। ইতঃসময়ে ওই ছাত্রীর মা নিজ গৃহে প্রবেশের মূহুর্তে নবী হোসেন দ্রুত পালিয়ে যায়।
এ ব্যপারে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং ০৯। পুলিশ বুধবার রাতেই নবী হোসেনকে গ্রেফতার করে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত নবী হোসেনকে বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করার মধ্যে দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।