মো. রাছেল, কচুয়া : নতুন বছরের শুরুতেই চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে এরই মধ্যে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌরসভার বর্তমান মেয়র নাজমুল আলম স্বপন।
গত বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার পর্যায়ে মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে নাজমুল আলম স্বপনের নাম চূড়ান্ত করা হয়।
মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবর এলাকায় পৌঁছলে স্বপন সর্মথকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কচুয়া পৌর এলাকায় আনন্দ মিছিল করেন। এদিকে মেয়র পদে উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির দলীয় মনোনয়ন পেয়েছেন। গত ১৫ জানুয়ারি বিএনপির কার্যালয়ে দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র তার হাতে তুলে দেন । হুমায়ূন কবির গত দুই বার কচুয়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
নৌকার প্রার্থী নাজমুল আলম স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে দ্বিতীয়বারের মতো কচুয়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন দিয়েছেন। আমার বিশ্বাস আগামী ১৪ ফেব্রুয়ারি কচুয়া পৌরবাসী নৌকা প্রতীকে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।
বিএনপির প্রার্থী হুমায়ুন কবির জানান, কচুয়া পৌরবাসী তাদের অধিকার আদায়ের জন্য ১৪ ফেব্রুয়ারি ভোটে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।
নির্বাচন অফিস সূতে জানা গেছে, পৌর নির্বাচনে ১৭ জানুয়ারি মনোনয়ন দাখিলের শেষ দিন। আর ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।