কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিক ভাবে বই বিতরন করা হয়েছে।
শুক্রবার সকালে মাদ্রাসার মিলনয়াতনে আনুষ্ঠানিক ভাবে বই বিতরন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিনের সভাপতিত্বে উপাধ্যক্ষ মাও. মিজানুর রহমানের পরিচালনায়, প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার গভনিং বডির সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান জালাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহ আলম পাটওয়ারী।
এসময় মাদ্রাসার ইংরাজী প্রভাষক শাহাদাত হোসাইন,আরবী শিক্ষক শাহ এমরান, নুরুজ্জামান ও মো.রফিকুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রী’রা উপস্থিত ছিলেন ।