মো. মেহেদী হাসান, কচুয়া : কচুয়ায় নবাগত নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ ও সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমাকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার রসূলের সভাপ্রধানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সভাপতি মো. তাজুল ইসলাম।
প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া শাখার সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র, কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।