মো: রাছেল, কচুয়া : কচুয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ কম্বল বিতরণ করেছেন।
শনিবার দুপুরে উপজেলার পাথৈর ইউনিয়নের আটোমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বিতারা ইউনিয়নের শিমুলতলী মোড় ও উত্তর কচুয়া ইউনিয়নের তেতৈয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার অসহায় দুস্থ্যদের মাঝে প্রায় ২ হাজার কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু পাটোয়ারী), কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, দপ্তর সম্পাদক কবির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, যুবলীগ নেতা সোহাগ মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার ও যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিনসহ দলীয় নেতৃবুন্দ।