কচুয়া প্রতিনিধি : আসন্ন কচুয়া পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মাহারান আল মিলি।
তিনি বৃহস্পতিবার বিকালে কচুয়া উপজেলা নির্বাচন কমিশনার কার্যলয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের শেষে এক প্রতিক্রিয়া বলেন, আমি আসন্ন পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার স্বামী বর্তমান কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন এলাকায় উন্নয়নের স্বার্থে কাজ করেছেন।
আমার স্বামীর উন্নয়নর মূলক কাজ ও মানুষের সেবা অব্যহত রাখার জন্য বর্তমানে পৌরসভার ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছে। নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা চাই।